১৫ থেকে ১৮ই জুন সারাদেশের ন্যায় গাইবান্ধায় ১৮ই জুন ” ১ দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন” পালন উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
মহাখালী ঢাকার আইপিএইচএন লাইন ডাইরেক্টর, জাতীয় পুষ্টি সেবা ( এনএনএস)’র বাস্তবায়নে ও গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে বুধবার দুপুরে সিভিল সার্জন সম্মেলন কক্ষে ওরিয়েন্টেশন সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.সোহেল মাহমুদ। এ ছাড়াও বক্তব্য রাখেন- সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. কে,এম আফরোজ জাহান।
সভায় বলা হয়- আগামী ১৮ই জুন রবিবার গাইবান্ধায় দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন” পালিত হবে। গাইবান্ধা জেলার ৭ উপজেলায় মোট ২ হাজার ৩৩ টি কেন্দ্রে সকাল থেকে বিকেল ৪ টা অবধি ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে ১টি নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। সে সাথে শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে তাদেরকে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর নির্দেশনা প্রদান করেন। ভিটামিন-এ অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে, শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়রিয়া ব্যাপ্তিকাল ও জটিলতা কমানোর পাশাপাশি শিশু মৃত্যুর ঝুঁকি কমায়।
এতে বক্তব্য রাখেন-দৈনিক মাধুকর পত্রিকার সম্পাদক কে,এম রেজাউল হক, বিটিভির গাইবান্ধা জেলা প্রতিনিধি আবেদুর রহমান স্বপন, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি ও ৭১ টিভির প্রতিনিধি শামীম আল সাম্য, যুগ্ন সাধারণ সম্পাদক ও দৈনিক নতুন দিন পত্রিকার জেলা প্রতিনিধি সঞ্জয় সাহা, সাংগঠনিক সম্পাদক ফারহান শেখ, সাংবাদিক জে,এস সেলিম সহ অনেকে।
এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিডি গাইবান্ধা/