“শিশুর শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করি, শিশুশ্রম বন্ধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস ২০২৩ উপলক্ষে জাতীয় পর্যায়ের শিশু অধিকার বাস্তবায়নকারী শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলার আয়োজনে ও সেভ দ্যা চিলড্রেনস এর সহযোগিতায় ১২ জুন সোমবার গাইবান্ধা রেলওয়ে কলোনিতে শিশু শ্রম বন্ধে শিশুশ্রমের সাথে জড়িত শিশু এবং তাদের অভিভাবকদের নিয়ে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা সমাজ সেবা অফিসার জনাব মোঃ নাসির উদ্দীন শাহ্।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বলেন, করোনা কালীন সময়ের পর থেকে শিশু শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, অভিভাবকরা শিশুদের বিদ্যালয়ে না পাঠিয়ে ঝুকিপূর্ণ কাজে পাঠাচ্ছে। যার ফলে বিদ্যালয় গুলোতে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে এর থেকে মুক্তি পেতে হলে অভিভাবকদের সচেতন হতে হবে এবং শিশু শ্রম বন্ধ সবাইকে একত্রে কাজ করতে হবে।
এ সময় আরো বক্তব্য রাখেন এনসিটিএফ গাইবান্ধা জেলা কমিটির সভাপতি নুসরাত জামান লামিয়া, সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, সাবেক সভাপতি কে এইচ খান রোহান, সাবেক ইয়ুথ মেন্টর মশিউর রহমান, সাবেক চাইল্ড পার্লামেন্ট মেম্বার মোঃ মেহেদী হাসান, সেভ দ্যা চিলড্রেনস গাইবান্ধা জেলা ইয়ুথ মেন্টর মোঃ মেহেদী হাসান।
এ সময় উপস্থিত ছিলেন এনসিটিএফ গাইবান্ধা জেলা কমিটি সহ-সভাপতি মানিক, শিশু গবেষক মাহিন, সাধারণ সদস্য রোদেলা, সাবেক চাইল্ড পার্লামেন্ট সদস্য আসফিকুর রহমান আসিফ প্রমুখ।