গাইবান্ধা জেলাধীন সুন্দরগঞ্জের ঝিনিয়া মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য পদে মরহুম শফিউল ইসলাম( অবঃ প্রাঃ বিদ্যাঃ শিক্ষক) এর দ্বিতীয় পুত্র মোশারফ হোসেন সরকার (সালু), বি এ( সম্মান) এম এ কে ১০ (দশ) সংখ্যায় আপনার মূল্যবান ভোট প্রদান করে শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবক পরিবারের সার্বিক উন্নয়নের সুযোগ দিন। আগামী ১২ জুন-২০২৩ ইং রোজ সোমবার এর নির্বাচনে মোশারফ হোসেন সালু’র সংখ্যা-১০ এগিয়ে রয়েছেন বলে অনেক অভিভাবকের সঙ্গে কথা বলে জানা যায়। উক্ত বিদ্যালয়ের অভিভাবক সদস্যদের মধ্যে বেশ কয়েকজন অভিভাবক সদস্য ও আশে-পাশের বাজারগুলো যেমন,ঝিনিয়া, পরান বাজার,ভাটিয়ার মোড়,জহুরুলের মোড়সহ অনেক বাজারে শিক্ষাবান্ধব ও শিক্ষক পরিবারের একজন সদস্য হিসেবে মোশারফ হোসেন সালুই এগিয়ে রয়েছেন বলে সকলের দাবী। উল্লেখ্য যে, মোশারফ হোসেন সালু শিক্ষক কবির হোসেন (সাজু) বি এস সি’র ছোট ভাই। মোশারফ একজন সহজ-সরল,সৎ,যোগ্য ব্যক্তি। জনগনের দাবী মোশারফকে অত্র প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য নির্বাচিত করতে পারলে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। মোশারফ হোসেন এর সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি উক্ত নির্বাচনে তার ভালো অবস্হান সম্পর্কে বলেন এবং অত্র প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন।