গাইবান্ধায় দিন দিন কিশোর গ্যাং এর সদস্য বেড়েই চলছে। এরা অভিভাবকদের বোকা বানিয়ে প্রাইভেট, কোচিং সেন্টার শিক্ষাপ্রতিষ্ঠান এর উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে গাইবান্ধা শহরের ব্রীজরোড কালিবাড়ী পাড়া, কাঠপট্টি সংলগ্ন ষ্টেশন এলাকা সহ বিভিন্ন পাড়া মহল্লার নিরব স্থানে যেয়ে বন্ধুদের সাথে আড্ডায় মিলিত হচ্ছে। সে সাথে তারা সিগারেট, আঠা জাতীয় নেসা সহ জুয়া খেলায় মত্ত হচ্ছে। অভিভাবকদের সচেতনতা ও সদর থানা সহ জেলা পুলিশ সদস্যের তৎপরতার অভাবে স্কুল ও কলেজগামী অল্প বয়সী শিক্ষার্থীরা কয়েকজন জোটবদ্ধ হয়ে তৈরি হচ্ছে কিশোর গ্যাং নামক এক চক্র দল।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকালে গাইবান্ধা শহরের রেলওয়ে স্টেশন সংলগ্ন বাঁশ হাটি এলাকায় কিশোর গ্যাং এর লিডার সহ মারামারির পরিকল্পনাকালে ১৬ সদস্যকে দেশীয় ধারালো অস্ত্র সহ আটক করেছে রেলওয়ে পুলিশ।
“গাইবান্ধা রেলওয়ে পুলিশ ফাঁড়ীর এ এস আই বাদল” সংবাদ মাধ্যমকে জানান’-তার নের্তৃত্বে জি আরপি, আর এনবি অভিযানটি পরিচালনা করেন। ১৬ কিশোর গ্যাং এর সদস্যকে দেশীয় ধারালো অস্ত্র সহ গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি গাইবান্ধা/