গাইবান্ধার সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ে শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়াতে এবং প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে গাইবান্ধা জেলার সদর উপজেলার গিদারী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে পথ নাট্য উৎসব অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সামাজিক আচরণ পরিবর্তন প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফ এর অর্থায়নে রবিবার বিকেলে শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রগ্রামটি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন গাইবান্ধা গিদারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনিচুর রহমান ঈদু।
এতে বক্তব্য রাখেন-ওয়াল্ডভিশন বাংলাদেশ এর ইউনিসেফ প্রজেক্ট এর প্রজেক্ট অফিসার রেখা খাতুন।
এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অনেকে উপস্থিত ছিলেন। উক্ত কর্মসূচীতে প্রায় ৬শ থেকে ৭শ মানুষের সমাগম হয়।
বিডি গাইবান্ধা/