: গাইবান্ধার সাদুল্যাপুরে একটি কালো রংয়ের বিদেশী সচল পিস্তল, ১টি ম্যাগজিন ও ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার সহ নজরুল ইসলাম প্রধান নামে ১ ব্যাক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। এ বিষয়ে শনিবার দুপুরে গাইবান্ধা বোর্ড বাজারস্থ পুলিশ লাইন্স এ সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন।
সংবাদ সম্মেলনে জানা যায়-গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গাইবান্ধা কর্তৃক অপরাধ রোধকল্পে নিয়মিত অভিযানে গত ২রা জুন ২০২৩ ইং তারিখ রাত ৯ টা ৪৫ মিনিটে সাদুল্লাপুর উপজেলার ৯ নং ওয়ার্ডের বনগ্রাম ইউপির ৭ নং ওয়ার্ডের ছোট গয়েশপুর (প্রধান পাড়া)র মৃত সিরাজ প্রধান এর পুত্র মোঃ নজরুল ইসলাম প্রধান(৪২) এর দেহ তল্লাশী করে পরিহিত লুঙ্গির ভাজে ডান কোমরে গোজা অবস্থায় একটিএকটি কালো রং বিদেশী জাপান লেখা সচল ৭.৬৫ পিস্তল,১ টি ম্যাগজিন ও ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধারপূর্বক জব্দ সহ তাকে আটক করেন। ঘটনার সাথে অন্য কেহ জড়িত আছে কিনা সেই ব্যাপারে আসামীকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। আসামীর বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় নিয়মিত মামলা নং-৩, তাং-০৩/০৬/২০২৩ খ্রিঃ, ধারা-১৮৭৮ সালের আর্মস এ্যাক্ট (সংশোধন-/২০০২) এর 19-A রুজু হয়েছে।
প্রেস বিফিং এ উপস্থিত ছিলেন- গাইবান্ধা জেলা অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), মোঃ আব্দুল্লাহ আল মামুন, ডিবি পুলিশ অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান সরকার, পুলিশ পরিদর্শক(নিঃ) বদরুজ্জামান মোল্লা, এসআই(নিঃ)/ মমিরুল হক, এসআই(নিঃ)/ আমিনুল ইসলাম সহ বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।
বিডি গাইবান্ধা/