গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বল্পমূল্যের বেসরকারী চক্ষু হাসপাতাল জনস্বার্থে রক্ষায় অধিগ্রহনে বানিজ্যিক শ্রেনী ভুক্ত করার দাবীতে নাগরিক কমিটির আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৩০ মে (মঙ্গলবার) সকাল ১১ টায় থানা মোড় চারমাথায় গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক এম এ মতিন মোল্লার সভাপতিত্বে ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন, বেসরকারী চক্ষু হাসপাতাল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী বাবু মিয়া, কোষাধ্যক্ষ আবু জাফর ভুইঁয়া, ওয়ার্কার্স পাটি গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মিলন কান্তি সরকার, উপজেলা জেএসডি’র সভাপতি আইয়ুব হোসেন সরকার, বাসদ উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম রফিক, বনিক সমিতির সভাপতি নাজমুল হুদা প্রধান টুকু, উপজেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল বিএসসি, জেলা ছাত্রলীগের সহ সভাপতি পীরজাদা আব্দুল কাইয়ুম প্রমূখ।
বক্তারা বলেন, বর্তমান সরকার ঢাকা-রংপুর মহাসড়ক ফোরলাইন করায় গোবিন্দগঞ্জ বেসরকারী চিকিৎসা কেন্দ্র পেকস্ জেনারেল হাসপাতালটি জমি অধিগ্রহনের সাথে জড়িত জেলার অসাধু কিছু কর্মকর্তা ভবনটি বানিজ্যিক না দেখিয়ে আবাসিক ভবন হিসেবে উল্লেখ করেছেন। এতে জনগনের চিকিৎসারত একমাত্র চক্ষু হাসপাতালটি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জেলা প্রশাসকের কাছে বেশ কয়েকবার অভিযোগ দিলেও মেলেনি তার কোন প্রতিকার। অবিলম্বে আবাসিক ভবনের সিদ্ধান্ত প্রত্যাহার করে বানিজ্যিক ভবন দেখিয়ে যথাযথ সরকারী ক্ষতিপূরুন দেওয়ার আহবান জানান। অন্যথায় নাগরিক কমিটি ধারাবাহিক আন্দোলনে নামতে বাধ্য হবে।