: ড্রাগ লাইসেন্স না থাকা। ২~৮°সে: তাপমাত্রার ঔষধ ফ্রীজে সংরক্ষণ না রাখা। অনুমোদন বিহীন ঔষধ বিক্রি করার অভিযোগে গাইবান্ধা শহরের ৩ টি ঔষধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৬ হাজার টাকা জরিমানা হয়েছে।
গাইবান্ধা ঔষধ প্রশাসন অধিদপ্তর এর উদ্যোগে গাইবান্ধা জেলা প্রশাসন এর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা ঔষধ প্রশাসন অধিদপ্তর এর সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলাম ও পুলিশ প্রশাসন সদস্য।
“গাইবান্ধা জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তর এর সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলাম” মুঠোফোনে জানান- গাইবান্ধা রেলস্টেশনের পৃর্বপার্শ্বে রেলওয়ে কলোনী অবস্থিত “দি জয় হোমিও ঔষধের দোকানে ঔষধ আইন ১৯৪০ এর ১৮(ক) এর ধারা ভঙ্গের অপরাধের জন্য ২৭ ধারায় ৩০ হাজার টাকা সহ উপরোল্লিখিত কারনে ২৯ মে সোমবার গাইবান্ধা শহরের ডিবি রোডের দুটি দোকান যেমন এনামুল ভেটেরিনারি ফার্মেসীকে ২ হাজার ৫শ টাকা ও মেডিসিন মার্ট ফার্মেসিতে ৩০ হাজার টাকা জরিমানা এবং অনুমতি বিহীন কিছু ঔষধ রাখায় সেগুলো জব্দ করে আগুনে পুড়ে ফেলানো হয়েছে।
বিডি গাইবান্ধা/