অবৈধ কসমেটিকস বিক্রি করায় গাইবান্ধা শহরের আব্বাস উদ্দিন টাওয়ার এর শফি ষ্টোর ও বেলী ষ্টোর নামে ২ টি কসমেটিক্স ব্যবসা প্রতিষ্ঠানকে ২০হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই রংপুর বিভাগীয় অফিস ও গাইবান্ধা জেলা প্রশাসন।
বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর ও জেলা প্রশাসন, গাইবান্ধার উদ্যোগে সোমবার সকালে শহরের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
গাইবান্ধা শহরের আব্বাস উদ্দিন টাওয়ার এর শফি ষ্টোর বিএসটিআইয়ের মান সনদ/ছাড়পত্র রয়েছে বলে মিথ্যা তথ্য প্রদান করে পাকিস্তানি নিষিদ্ধ ঘোষিত স্কীন ক্রীম ব্রান্ড–New Face, Golden Pearl, Goree. Pax, গোল্ড), বিক্রি ও সংরক্ষণ করার অপরাধে বিএসটিআই আইন -২০১৮ এর (৩০) ধারায় ১০ হাজার টাকা জরিমানা, ২) বেলী স্টোর (পণ্য- স্কিন ক্রীম, ব্রান্ড- স্কিন শাইন, Goree, Gplden peatl, গোল্ড), গাইবান্ধা কে ১০হাজার টাকা জরিমানাসহ মোট ২ টি মামলা দায়ের করে ২০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ৫০ পিছ নিষিদ্ধ ঘোষিত পাকিস্তানি স্কীন ক্রীম ধ্বংস করেন গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জুয়েল মিয়া ও বিএসটিআই বিভাগীয় অফিস পরিদর্শক মেট),মোঃ আলমাস মিয়া সহ অনেকে।
উল্লেখ্য, জনস্বার্থে বিএসটিআই রংপুর বিভাগীয় অফিস এরুপ অভিযান অব্যাহত থাকবে।
বিডি গাইবান্ধা/