আন্তজার্তিক সেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব মহিমাগঞ্জের ২য় পালাবদল /ক্ষমতা হস্তান্তর ও শপঘ অনুষ্ঠিত হয়েছে।
২৬; মে শুক্রবার রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অধ্যাপক সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এপেঃ আব্দুল লতিফ প্রধান।।
এপেক্স ক্লাব অব মহিমাগঞ্জের প্রেসিডেন্ট এপেঃ আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জেলা ৭ এর গর্ভনর এপেঃ এ এইচ এম মনোয়ার হোসেন লাভলু, জেলা ৭ এর সেক্রেটারি এপেঃ মাহফুজুর রহমান স্বপন, এপেক্স ক্লাব অব গোবিন্দগঞ্জের প্রেসিডেন্ট এপেঃ জিল্লুর রহমান সরকার, আইপিপি এপেঃ কাজী আসাদুজ্জামান উল্লাস, সেক্রেটারি এন্ড ডিএনই এপেঃ রফিকুল ইসলাম অপু, এপেক্স ক্লাব অব বগুড়ার প্রেসিডেন্ট এপেঃ আহসান হাবীব সেলিম, পিপি এপেঃ আব্দুল ওয়াদুদ, পিপি এপেঃ এড গোলাম মোস্তফা জিয়ন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ রেজাউল করিম, এপেক্স ক্লাব অব করতোয়ার আইপিপি এপেঃ শরিফুল ইসলাম বাবু, এপেক্স ক্লাব মহিমাগঞ্জের পিপি এপেঃ অধ্যাপক জহুরুল ইসলাম, প্রেসিডেন্ট এপেঃ দিপক কুমার দেবনাথ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ নাজমুল হুদা, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ খুরশীদ আলম পলাশ, সেক্রেটারি এন্ড ডিএনই এপেঃ হেদায়েতুল ইসলাম, এপেঃ রতন লাল, এপেঃ জামালুর রহমান সহ বিভিন্ন ক্লাবের সদস্য বৃন্দ।।
অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব মহিমাগঞ্জের ২০২৩ বর্ষের নব নির্বাচিত প্রেসিডেন্ট এপেঃ দীপক কুমার দেবনাথের গলায় জুয়েল পড়িয়ে ক্ষমতা হস্তান্তর ও নব নির্বাচিত সদস্য দের শপথ করানো হয়।
শেষে এপেক্স বাংলাদেশের মৃত সদস্য দের রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।