গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাজাহার ইউনিয়নের রাজা বিরাট দ্বি-মুখী দাখিল মাদ্রাসার সুপার কে লাঞ্চিত,খুন-জখম,মারপিট,জীবন নাশের হুমকি অভিযোগ করেছে উক্ত মাদ্রাসার সুপার বদিউজ্জামান শেখ।
গত ১৩ই আগষ্ট২০০০ সালে নিয়োগ প্রাপ্ত হয়ে ২২ বছর যাবত সুনামের সাথে মাদ্রাসার দায়িক্ত পালন করে আসছিল তিনি। দায়িক্ত পালন কালে মাদ্রাসার সহকারী শিক্ষক বর্তমান রাজাহার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বর্তমান কমিটির মেয়াদ থাকা সর্তেও কমিটি বাতিলের জন্য প্রতিনিয়ত চাপ দিতে থাকে। কারন বর্তমানে মাদ্রাসার অফিস সহকারী কাম-কম্পিউটার পদটি শুন্য। এই শুন্য পদে তার মনোনিত ব্যাক্তিকে নিয়োগ দেওয়ার জন্য বর্তমান কমিটিকে ভেঙ্গ দেওয়ার জন্য নানা ভাবে ভয়ভীতি হুমকি দিতে থাকে সহকারী শিক্ষক রফিকুল ইসলাম। ঘটনার দিন গত ১৫মে-২৩ তারিখ দুপুরে অফিস কক্ষের ভিতর ডুকে উদ্দেশ্য হাছিলের জন্য অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তার কথা মত কাজ না হলে খুন জখম ও জীবনে মেরে ফেলার হুমকি প্রদর্শন করে এবং মারমুখী আচরন করে।
সহকারী শিক্ষক দ্বারা সুপার লাঞ্চিতের ঘটনায় বিরুপ মন্তব্য করছে স্থানীয়রা। সহকারী শিক্ষক হয়ে প্রধান শিক্ষকের সাথে এরুপ ব্যবহারে হতবাগ অভিভাবক ও সহকারী শিক্ষকরা। অভিভাবকরা বলছে তাহলে আমাদের ছাত্র-ছাত্রীরা এমন শিক্ষক দ্বারা কি শিখবে। তাই তারা সহকারী শিক্ষকের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন।
উক্ত ঘটনার সাক্ষী অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক জাহিদুজ্জামান সরকার ভয়ে সাংবাদিকদের কাছে বক্তব্য দিতে রাজি হয়নি। এ বিষয়ে, সহকারী শিক্ষক (রাজাহার ইউপি চেয়ারম্যান) রফিকুল ইসলাম বলেন, এরকম কোন ঘটনা ঘটেনি, অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আনিত অভিযোগ মিথ্যা ও বানোয়াট।
এ বিষয়ে, উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।