গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে সবংস্তরের মানুষের অংশ গ্রহনে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন এর সভাপতিত্বে টাউন হলরুমে অনুষ্ঠিত সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. অলিউর রহমান। এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামাল হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
আরো বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু বকর প্রধান, পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল চেয়ারম্যান, থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম পাতা, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম,সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,পলাশবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা মোস্তাফিজুর রহমান রাজা, পলাশবাড়ী পূজা উৎযাপন কমিটির সভাপতি বাবু নির্মল কুমার মিত্র, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি দিলীপ কুমার সাহা, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম,হোসাইন কবির জাহাঙ্গীর,আবু বক্কর সিদ্দিক সহ অন্যান্যরা। এসময় সমাবেশে সহকারী কমিশনার ভূমি এসএম ফয়েজ উদ্দিন, এএসপি (সি-সার্কেল) উদয় কুমার সাহা, পৌরসভা সহ উপজেলার ৮টি ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি,শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন ।
সমাবেশে বক্তারা , বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে সব ধর্ম এবং বর্ণের লোকজনকে একসঙ্গে মিলেমিশে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির বন্ধনকে সুসংহত করে পলাশবাড়ীকে সারা বাংলাদেশে সামাজিক সম্প্রীতির মডেল তৈরি করতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।