রংপুর বিভাগের পীরগঞ্জ উপজেলায় ছদ্মবেশে অভিনব কায়দায় সিএনজি যোগে মাদক পাচারকালে গাইবান্ধা র্যাব১৩ কর্তৃক অভিযান পরিচালনায় ৭৪ বোতল ফেন্সিডিলসহ ১ জন শীর্ষ মাদক কারবারী আটক হয়েছে। গতকাল ২১ মে বিকেলে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার টিওরমারী এলাকায় অভিযান পরিচালনা করে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আজমপুর মধ্যপাড়া গ্রামের মৃত আবু তাহের এর পুত্র কুখ্যাত মাদক ব্যবসায়ী আসামী মোঃ রুস্তম আলী (৪০) কে ৭৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উক্ত ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত আসামীকে রংপুর জেলার পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, অপহৃত ভিকটিম উদ্ধার, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠনের বিরুদ্ধে ব্যাপক মাত্রায় অভিযান চালিয়ে আসছে। র্যাব এর ফ্লাইট লেফটেন্যান্ট সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস রিলিজ সূত্রে উক্ত বিষয়টি জানা গেছে।
বিডি গাইবান্ধা/