আন্তর্জাতিক জীবন বীমা কোম্পানি এল,আই সি বাংলাদেশ লিমিটেড এর গাইবান্ধায় কর্মীদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
আর, এন এজেন্সি গাইবান্ধার আয়োজনে রবিবার সকালে শহরের শনিমন্দির রোডস্থ অফিস কার্যালয়ে কর্মীদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসাবে কর্মীদের মাঝে এলআইসি বাংলাদেশ লিমিটেড এর সেবা সম্পর্কে অবহিত করেন- এলআইসি বাংলাদেশ লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক শ্বাশত রায়।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- এলআইসি বাংলাদেশ লিমিটেড রংপুর এর রিজিওনাল হেড মো: গোলাম রহমান সরকার।
এলআইসি বাংলাদেশ লিমিটেড গাইবান্ধার ব্রাঞ্চ ম্যানেজার রমানাথ বর্মন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিট ম্যানেজার এ,কে,এম সাহাফুল আলম, ফিল্ড কর্মকর্তা সঞ্জয় সাহা সহ অনেকে।
প্রধান অতিথি কর্মীদের উদ্দেশ্যে বলেন- অন্যান্য উন্নয়নশীল দেশের থেকে বাংলাদেশে এল,আই সি পিছিয়ে রয়েছে। বাংলাদেশের থেকে ইন্ডিয়ায় ১০ গুন বেশি এগিয়ে রয়েছে। এরই প্রেক্ষিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে এল,আইসি কে কাজ করতে অনুরোধ করে। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালে বাংলাদেশে এল,আইসি কার্যক্রম শুরু করে। বর্তমানে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি বীমা দাবি পুরন করে এল,আইসি। এল,আইসি বীমা ম্যাচুইটির সাথে সাথেই বীমা দাবির টাকা হস্তান্তর করে থাকে। এল,আইসি বাংলাদেশ এর ওয়েবসাইট প্রবেশ করে এল,আইসির সেবা সমন্ধে বিস্তারিত জানার প্রত্যয় ব্যক্ত করেন।
বিডি গাইবান্ধা/