শিশু ও যুব সমাজ ধ্বংসের হাতিয়ার হলো মাদক। আর মাদকের শুরু হয় বিড়ি-সিগারেট দ্বারা। মাদক গ্রহণের প্রথম ধাপই হচ্ছে বিড়ি-সিগারেট। শিশু-কিশোররা এই বিড়ি-সিগারেট থেকে শুরু করে মরণঘাতী ইয়াবা, আইস পর্যন্ত সেবন করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বাংলাদেশে উঠতি বয়সি (১৩-১৫ বছর বয়সি) ছাত্রছাত্রীদের মধ্যে তামাক ব্যবহার করে ৯ দশমিক ২ শতাংশ। এছাড়াও বিশ্বে ১৩-১৫ বছর বয়সি ৩ কোটি ৮০ লাখ কিশোর-কিশোরী তামাকজাত পণ্যে আসক্ত।
এমন পরিস্থিতিতে গত ০৯ মে, মঙ্গলবার বিকালে সিরাজগঞ্জ জেলায় শিশুদের সুরক্ষা নিশ্চিতকরণ, অপ্রাপ্ত বয়সী শিশু ও কিশোর-কিশোরীদের কাছে বিড়ি-সিগারেট বিক্রয় বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে জাতীয় পর্যায়ে শিশু অধিকার বাস্তবায়নকারী শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), সিরাজগঞ্জ জেলা কমিটির শিশুরা।
উক্ত দিন বিকালে এনসিটিএফ সিরাজগঞ্জ জেলা কমিটির চাইল্ড পার্লামেন্ট মেম্বার মোঃ ইয়ামিন হাসান এর নেতৃত্বে এনসিটিএফ ও ইয়েস বিডির সদস্যরা জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় এর নিকট স্মারকলিপি হস্তান্তর করেন।
স্মারকলিপিতে শিশুরা দাবী করে, সিরাজগঞ্জ জেলার সকল প্রকার দোকানে অপ্রাপ্ত বয়স্ক বা শিশুদের নিকট বিড়ি-সিগারেট বিক্রি বন্ধ করতে নির্দেশনা জারিসহ লিফলেট বিতরণ, পোস্টার সাটানোর ব্যবস্থা করা, মাইকিং করা এবং এ ধরনের ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপ্রাপ্ত বয়স্ক বা শিশুদের নিকট বিড়ি-সিগারেট বিক্রেতার শাস্তি নিশ্চিত করতে হবে।
শিশুরা স্মারকলিপিতে আরও বলেন, জেলায় বাল্যবিবাহ, মাদক, শিশু ধর্ষণ, শিশু নির্যাতন, শিশু হত্যা ও শিশু অধিকার লঙ্ঘনের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোড় দাবি জানাচ্ছি যাতে ভবিষ্যতে কেউ শিশুদের প্রতি নিষ্ঠুর আচরণ করতে না পারে।
তারা স্মারকলিপিতে আরও বলেন, জেলায় সকল স্কুল-কলেজের সামনে, গেইটে বা আশেপাশের এলাকায় এমনকি পুরো জেলায় যাতে অপ্রাপ্ত বয়স্ক বা শিশু-কিশোরদের নিকট বিড়ি-সিগারেট বিক্রি করতে না পারে সেজন্য প্রচারণা ও আইনের প্রয়োগ নিশ্চিতসহ জেলার মাসিক আইনশৃংখলা সভায় বিষয়টি উপস্থাপনের জোড় দাবি জানাচ্ছি।
স্মারকলিপি প্রদানকালে আরো উপস্থিত ছিলেন এনসিটিএফ এর শিশু সাংবাদিক তাসনিয়া আজাদ তিশা, মুস্তাকিন প্রামাণিক, শিশু গবেষক শাহিন প্রামাণিক, ইয়েস বাংলাদেশ এর জেলা ভলান্টিয়ার মোঃ রোকন উদ্দিন ও আনন্দী খাতুন।