গাইবান্ধার সাদুল্লাপুরে কৃষি অফিসের উদ্যোগে বিনা ধান ২৫জাতের শস্য কর্তন ও মাঠ দিবস পালিত হয়েছে।
৯মে মঙ্গলবার সকাল ১২ঘটিকায় উপজেলার রসুলপুর ইউনিয়নের বৈষ্ণবদাস গ্রামে বিনা ধান ২৫- জাতের শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
সাদুল্লাপুর উপজেলা কৃষি অফিসার মোঃ মতিউল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ী গাইবান্ধা কৃষিবিদ মোঃ খোরশেদ আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঊধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা বিনা রংপুর অঞ্চল কৃষিবিদ মোহাম্মদ আলী, রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুর গফুর মিয়া, রসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ আব্দুর রব সরকার প্রমূখ।
এছাড়াও অত্র ইউপি সদস্যগণ, আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, কৃষক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মাহবুবুল আলম বসুনিয়া এর সঞ্চালনায় অতিথিবৃন্দ বক্তব্যে বিনা ধান ২৫ জাতের শস্য কর্তন ও মাঠ দিবসের উদ্দেশ্যসহ কৃষি বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরে কৃষি জাত পণ্য উৎপাদনে কৃষকদের এগিয়ে আসার আহবান জানান।
এবং দামদোরপুর ইউনিয়নের গুচ্ছ গ্রামের সুবিধা ভোগী কৃষকদের মাঝে সবজির বীজ ও চারা গাছ বিতরন করেন।