রবিবার, ২৮ মে ২০২৩, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বঙ্গবন্ধুর জুলিও কুড়ি শান্তি পদক প্রাপ্তির ৫০ তম বর্ষপূর্তি  এপেক্স ক্লাব অব মহিমাগঞ্জের ২য় পালাবদল ও শপঘ অনুষ্ঠিত  গাইবান্ধায় বালাসীর মেইন ঘাট হতে নৌকা চলাচল শুরু: বালুচর থেকে পরিত্রান যাত্রীদের ফুলছড়ি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত ওসি’র ওদা পূরুন পলাশবাড়ীর শিশু বায়েজিদ এর হত্যার মূলহোতা সেরেকুল অবশেষে গ্রেফতার  গোবিন্দগঞ্জে স্বর্ণলংঙ্কারসহ জ্বীনের বাদশা চক্রের দুই সদস্য গ্রেফতার  নীলফামারীতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (এজেন্ট ব্যাংকিং) হাজীগঞ্জ বাজার আউটলেট শাখার শুভ উদ্বোধন  পলাশবাড়ীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবনির্বাচিত নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। গোবিন্দগঞ্জে সহকারী শিক্ষক রফিকুল ইসলাম কতৃক সুপারকে লাঞ্চিতের অভিযোগ

ডাঃ মোজাফ্ফর আহমেদ আই কেয়ার সেন্টার,গাইবান্ধা । ০১৭৬৭-৩০৬৭০২

গাইবান্ধায় চলমান এসএসসি পরীক্ষা ২০২৩ জিপিএ রেজাল্ট পরিবর্তন প্রতারক চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

সঞ্জয় সাহাঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩

 গাইবান্ধায় চলমান এসএসসি পরীক্ষা ২০২৩ অনলাইনে জিপিএ রেজাল্ট পরিবর্তন প্রতারক চক্রের সক্রিয় সদস্য সাব্বির রহমান (১৯) কে সুন্দরগঞ্জ এর ভাটিকাপাসিয়া দালালপাড়া বাসা থেকে গ্রেফতার করেছে গাইবান্ধা জেলা পুলিশ।

সাব্বির রহমান সুন্দরগঞ্জ উপজেলার কোছিম উদ্দিনের পুত্র। এ বিষয়ে বুধবার বিকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্সে সাংবাদিকদের অবগত করেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন।

 

এ সময় উপস্থিত ছিলেন- গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার ( এ সার্কেল) ধ্রুব জ্যোতির্ময় গোপ, সিনিয়র সহকারী পুলিশ সুপার শুভ্র দেব, গাইবান্ধা ট্রাফিক অফিসার ইনচার্জ নূর আলম সিদ্দিক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

প্রেস কনফারেন্সে জানা যায়- সুন্দরগঞ্জ উপজেলার ভাটিকাপাসিয়া দালালপাড়ার কোছিম উদ্দিনের পুত্র সাব্বির রহমান BD Nizam Uddin ফেসবুক আইডি যারলিংক,https://www.facebook.com/10007693534*** থেকে বিভিন্ন সময়ে চলমান এসএসসি পরীক্ষা ২০২৩ এর ছাত্রছাত্রীদের প্রলুব্ধ করতে তাদের রেজাল্ট পরিবর্তন, সিজিএ পরিবর্তন, রেজিষ্ট্রেশন ব্যাত্যয় থাকলে তার পরিবর্তন এর চমকপ্রদ বিজ্ঞাপন দিচ্ছিল ও অর্থ উপার্জন করছিল।

গত ৩০ এপ্রিল ২০২৩ খ্রিঃ তারিখ থেকে সারাদেশের ন্যায় গাইবান্ধায় এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৩ শুরু হওয়ায় গাইবান্ধা জেলার পুলিশ সুপার কামাল হোসেন নির্দেশে গাইবান্ধা জেলা সাইবার পেট্রোলিং টিম সোস্যাল মিডিয়াতে প্রশ্নপত্র ফাঁস ও রেজাল্ট পরিবতন চক্রের বিষয়ে মনিটরিং শুরু করে। এই মনিটরিং এর প্রেক্ষিতে গত ৮ মে ২০২৩ ইং তারিখ সকালে তার কাছ থেকে একটি সবুজ নীল মাল্টিকালারের Tecno Spark 5 Pro ফোন পাওয়া যায় যার IMEI 1- 353808111068***, IMEI 2- 353808111068***, SIM 1- 01866195*** , SIM 2- 01870803*** এবং সন্ধিগ্ধ ফেসবুক আইডি BD Nizam Uddin লগডইন অবস্থায় পাওয়া গেলে তা জব্দ তালিকা মূলে ৯মে ২০২৩ ইং তারিখ ভোর ৪টা ৪ মিনিটে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয় এবং মোঃ সাব্বির রহমান (১৯) কে গ্রেফতার করেন।

 

উল্লেখ্য,প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারক সাব্বির রহমান অনলাইনে পাবলিক পরীক্ষার রেজাল্ট পরিবর্তনের পোষ্ট দিয়ে প্রতরনা করার কথা স্বীকার করে। সে ফেসবুকে রেজাল্ট পরিবর্তনের সাথে জড়িত সম্ভাব্য ৩ টি মেসেঞ্জার ও ৭ টি পাবলিক ফেসবুক গ্রুপে এই সংক্রান্ত পোস্ট দিয়ে ছিল বলে জানা যায়। এ বিষয়ে তদন্ত কার্য অব্যহত আছে।
এখন পর্যন্ত সে দেশের ঢাকা, ময়মসিংহ, চট্টগ্রাম, কক্সবাজার সহ বিভিন্ন স্থানের সাথে ছাত্রদের প্রতারনা করে লক্ষাধিক টাকা সংগ্রহ করেছে। এ বিষয়ে তদন্ত কার্য অব্যহত আছে। প্রতারনার কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন, ২ টি সিম কার্ড ও ফেসবুক আইডি জব্দ করেছে।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ২০১৮ সালের ২২/২৩/৩৫ ধারায় মামলা হয়েছে। যা মামলা নম্বর ১৫; তারিখঃ ০৯/০৫/২০২৩। তাকে গাইবান্ধা বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

 

বিডি গাইবান্ধা/

Print Friendly, PDF & Email

যমুনা প্লাজা,গাইবান্ধা -01740569856

জিনিয়াস কিন্ডার গার্টেন এন্ড স্কুল ও জিনিয়াস এডুকেয়ার

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫০ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ১৬:৩৪ অপরাহ্ণ
  • ১৮:৪২ অপরাহ্ণ
  • ২০:০৬ অপরাহ্ণ
  • ৫:১২ পূর্বাহ্ণ
bdgaibandha.news©2020 All rights reserved
themesba-lates1749691102