গাইবান্ধার গোবিন্দগঞ্জ চেয়ারম্যান সমিতির আয়োজনে প্রবীণ রাজনীতিবীদ গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও ৭নং তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার আব্দুর রহমান মাস্টার এর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৩ টায় চেয়ারম্যান সমিতির অফিসে কামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন, বক্তব্য রাখেন কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ,।।
উপস্থিত ছিলেন, শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেকেন্দার আলী মন্ডল,কোচাঁশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক জাহিদ, ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান শিবলু,নাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খ ম সাজু,রাখালবুরুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিউক চৌধুরী, শাখাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির,শালমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ,হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম বিপ্লব, কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌকির হাসান রচি,রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ।