সারা দেশের ন্যায় গাইবান্ধাতেও পালিত হল বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস। এবারের দিবসটির প্রতিপাদ্য বিষয়- “Everything we do-comes from the heart” বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা জেলা ইউনিট এর আয়োজনে এ দিবসটি পালন উপলক্ষে আজ সোমবার সকালে প্রধান অতিথির উপস্থিতিতে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়। এরপর একটি বিশাল র্র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিন করে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি চত্বরে এসে সেখানে আলোচনা সভায় মিলিত হয়। শেষে বিশ্ব রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা মহামতি জ্বিন হেনরী ডুনান্ট এঁর একশত পচানব্বই তম জন্মদিন পালনে একটি কেক কর্তন করা হয়।
জেলা রেড ক্রিসেন্টে ইউনিটের সভাপতি গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এবং গাইবান্ধা জেলার রেড ক্রিসেন্টে ইউনিটের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টুর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রসাশক মোহাম্মাদ অলিউর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মাদ কামাল হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য পিয়ারুল ইসলাম, রেজাউনবী রাজুসহ অন্যান্যরা ।
উল্লেখ্য, যুদ্ধে আহতদের সেবার মহান ব্রত নিয়ে ১৮৬৩ সালের ৮ মে এই দিনে রেডক্রস বা রেড ক্রিসেন্ট নামক সেবামূলক প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। বিশ্ব রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা মহামতি জ্বিন হেনরী ডুনান্ট ।