আউলিয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের অন্তর্গত ০৭ নং ওয়ার্ড শাখা কমিটি গঠন করা হয়েছে। ০৬ মে ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। আউলিয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন, সাধারণ সম্পাদক এএসএম জাকারিয়া, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রাশেদুজ্জামান, সাধারণ সম্পাদক ফসিউর রহমান, আউলিয়াপুর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল ইসলাম, যুগ্ম সম্পাদক গাজী সুলতান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা প্রমুখ। সম্মেলনে ৭ নং ওয়ার্ড শাখায় সভাপতি নির্বাচিত হোন মোঃ রাবিয়া রাহি, সাধারণ সম্পাদক মোঃ সোহাগ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজা রহমানকে নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।