দিনাজপুরের মধু উৎপাদন কার্যক্রম “মোসাদ্দেক বি ফার্ম” শিল্প মন্ত্রণালয়ের বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), দিনাজপুর কর্তৃক শিল্প নিবন্ধনে নিবন্ধিত হয়েছে। আগামী পাঁচ বছরের জন্য “মোসাদ্দেক বি ফার্ম” শিরোনামে কুটির শিল্প হিসেবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেল প্রতিষ্ঠানটি। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), দিনাজপুর কার্যালয়ের উপ-ব্যবস্থাপক আমজাদ হোসেন জানান, মোসাদ্দেক বি ফার্ম দিনাজপুরে মধু উৎপাদন সম্ভাবনাকে একটি নতুন মাত্রা যোগ করেছে। বিগত ২০২১ সালে প্রতিষ্ঠানটি নিবন্ধিত হলেও ওয়ান স্টপ সার্ভিস চালু হওয়ায় ডিজিটাল নিবন্ধনের আওতায় আনা হয়েছে প্রতিষ্ঠানটিকে এবং শিল্প প্রতিষ্ঠানের নিবন্ধন প্রদান করে স্বীকৃতি প্রদান করা হয়েছে।
মোসাদ্দেক বি ফার্মের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান মোসাদ্দেক হোসেন জানান, দিনাজপুরে সাড়ে পাঁচ হাজার হেক্টর জমিতে যে লিচু বাগান সেখানে মধু উৎপাদনের মাধ্যমে দিনাজপুরকে মধু জেলা রূপান্তর করা সম্ভব। তারই পরিপ্রেক্ষিতে দিনাজপুরকে মধু জেলা গঠনে মোসাদ্দেক বি ফার্মকে প্রতিষ্ঠানিক ভিত্তেতে গড়ে তোলার প্রয়াস হাতে নেয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয় কর্তৃক প্রাপ্ত স্বীকৃতি কার্যক্রমকে সম্প্রসারণে ইতিবাচক গুরুত্ব রাখবে আশা করি। আগামীতে প্রতিষ্ঠানটিকে জাতীয় ও আন্তর্জাতিক মানে উন্নিত করা হবে। দিনাজপুরে উৎপাদন বাড়াতে ইতোমধ্যে চার শতাধিক তরুণকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। যাদের মধ্যে আত্মকর্মসংস্থান সৃষ্টি হয়েছে।