গাইবান্ধার পলাশবাড়ীতে (দুই) কেজি গাঁজা’সহ ১ মহিলাকে গ্রেফতার করেছে পলাশবাড়ী থানা পুলিশ।
পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয়ের নির্দেশনা মোতাবেক ও পলাশবাড়ী অফিসার ইনচার্জ মাসুদ রানা’র সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ)মোঃ আব্দুল মোত্তালেব প্রধান এর নেতৃত্বে পলাশবাড়ী উপজেলা অন্তর্গত বাঁশকাটা মৌজাস্থ ব্রাক মোড়ের পূর্ব পার্শ্বে রংপুর টু ঢাকা মহাসড়কের উপর গাড়ি চেকিং ডিউটি করাকালে ২রা মে ২০২৩ ইং তারিখ দুপুরে রংপুর টু শাহাজাদপুর গামী যাত্রীবাহী বাস “বাহন পরিবহন” যার রেজিঃ নং-রংপুর-ব-১১-০০৫৫, থামিয়ে চেকিং করাকালে রংপুর এর মির্জাপুর আখিরারটারী গ্রামের মৃত আঃ রহমান এর কন্যা ও আছাব উদ্দিন স্ত্রী মোছাঃ নুরেজা বেগম(৪৮) এর হেফাজত হইতে (দুই) কেজি গাঁজা’ পাইয়া পলাশবাড়ী থানায় ৩৬(১) এর১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ রুজু করা হয়। যার মামলা নং-০৬, তারিখ-০২/০৫/২৩।
বিডি গাইবান্ধা/