আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স বাংলাদেশের ২০২৩ এর থিম Work Together কে বাস্তবায়নে এপেক্স ক্লাব অব গোবিন্দগঞ্জ এর উদ্যোগে সার্ভিস প্রোগ্রামের আওতায় মহান মে দিবস উপলক্ষে আজ ১ লা মে পৌরসভার বিভিন্ন স্থানে রিক্সা শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব গোবিন্দগঞ্জ এর ফ্লোর মেম্বার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান এপেঃ আব্দুল লতিফ প্রধান, এপেক্স ক্লাব অব গোবিন্দগঞ্জ এর প্রেসিডেন্ট এপেঃ জিল্লুর রহমান সরকার, আইপিপি এপেঃ কাজী আসাদুজ্জামান উল্লাস, সার্ভিস ডাইরেক্টর এপেঃ মোস্তাফিজুর রহমান মুকু সহ নেতৃবৃন্দ।