শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই শ্লোগানে আজ ১মে মহান মে দিবস- ২০২৩ উপলক্ষে গাইবান্ধায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে (১ মে) সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি স্বাধীনতা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি’র চত্বরে গিয়ে শেষ হয়। পরবর্তীতে র্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি কক্ষে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ কামাল হোসেন পুলিশ সুপার গাইবান্ধা।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন বাস-মালিক সমিতি ও সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকতা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,জেলার বিভিন্ন শ্রেণি-পেশার কর্মজীবী এবং বিভিন্ন শ্রমিক ইউনিয়ন সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।