লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোপালরায় পঞ্চপথী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নিয়োগ প্রক্রিয়াকে অবৈধ দাবী করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে অভিভাবক প্রতিনিধিসহ সাধারণ অভিভাবকরা।
আজ শনিবার দুপুরে গোপালরায় পঞ্চপথী উচ্চ বিদ্যালয়ের সামনে পাচঁ মাথা এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে আসা নির্বাচিত ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও এলাকাবাসী অভিযোগ করে বলেন, গত ১৯ এপ্রিল বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকরা ভোটাধিকার প্রয়োগ করে তাদের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদের নির্বাচন সম্পন্ন হয়েছে। আমরা সকল অভিভাবকদের ভোটে নির্বাচিত হয়েছি। অথচ গত ২৬ এপ্রিল সভাপতি নির্বাচনের সময় আমাদেরকে কোন সংবাদ দেয়া হয়নি। শিক্ষা অফিসারের প্রত্যক্ষ সহযোগিতায় গোপনে কমিটির সভাপতি নির্বাচিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। আমরা এ অবৈধ কমিটির সভাপতিকে মানি না। দরকার হলে মামলাসহ কঠোর আন্দোলন হবে।
নির্বাচিত অভিভাবক সদস্য আইয়ুব আলী বলেন, আমরা ভোটে নির্বাচিত সদস্য। কিন্তু কালীগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসে বসে স্কুলের সভাপতি নির্বাচিত করা হলো সেটি আমরা জানি না। আমরা এ সভাপতিকে মানি না। কমিটি গঠন করতে হলে তিন ভাগের দুই ভাগ (কোরাম) সদস্য লাগে কিন্তু তা না করে অবৈধ ভাবে কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে। আমরা এই সভাপতি নির্বাচনের প্রক্রিয়া মানি না। নতুন করে সভাপতি নির্বাচিত করতে হবে তা না হলে আমরা আইনীভাবে এর মোকাবিলা করব।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, আমরা সম্পুর্ন বৈধভাবে এবং সংখ্যা গরিষ্ঠ সদস্যদের মাতামতের ভিত্তিতে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং কর্মকর্তা মোবাশ্বির হোসেন। এখানে আমার কোন কিছু করার ছিল না।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং কর্মকর্তা মোবাশ্বির হোসেন বলেন, আমি আইনের মধ্য থেকে ও বৈধ ভাবে স্কুলের নির্বাচন ও সভাপতি নির্বাচিত করা হয়েছে। এখানো অবৈধভাবে সভাপতি নির্বাচিত করার দরকার ছিল না। কারন সংখ্যা গরিষ্ঠ সদস্যদের মতামত নিয়ে সভাপতি নির্বাচন করা হয়েছে।