আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব গোবিন্দগঞ্জ এর ২৪৮ তম ডিনার মিটিং ও পবিত্র ঈদুল ফিতর শেষে ঈদ পুর্নমিলনী ২৮ এপ্রিল শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিতি ছিলেন এপেক্স বাংলাদেশের জেলা ৭ এর আইপিডিজি এপেঃ সাহারুল ইসলাম টিটু, পিডিজি ৭ এপেঃ খন্দকার জাহাঙ্গীর আলম, এপেক্স ক্লাব অব গোবিন্দগঞ্জ এর প্রেসিডেন্ট এপেঃ জিল্লুর রহমান সরকার, আইপিপি এপেঃ কাজী আসাদুজ্জামান উল্লাস, পিপি এপেঃ মনোয়ার হোসেন রাজু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ আরিফুর রহমান বাবলু, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ এটিএম আল আমিন তুহিন, সেক্রেটারী এন্ড ডিএনই, এপেঃ রফিকুল ইসলাম অপু, সার্ভিস ডাইরেক্টর এপেঃ মোস্তাফিজুর রহমান মুকু, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এপেঃ ফারুক হোসেন ছন্দ, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপেঃ নুরুন্নবী আকন্দ লাজু, এপেঃ নাজিম উদ্দীন, এপেঃ খন্দকার এরফান উদ্দিন,, এপেঃ আজমল হোসেন, এপেঃ শাহ আলম, এপেঃ তৌহিদ চৌধুরী, এপেঃ মিথুন সরকার, সহ নেতৃবৃন্দ।
সভায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ কার হয়।
শেষে সড়ক দুর্ঘটনায় আহত এপেঃ আবু সুফিয়ানের আশু রোগ মুক্তি কামনায় ও সহ মৃত সকল এপেক্সিয়ান বৃন্দের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।