“বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামুল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” এই প্রতিপাদ্য বিষয়কে লক্ষ্য রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৩ উদযাপনে গাইবান্ধায় র্যালি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধা পৌরপার্কে দিনব্যাপী বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনে এবং সকল শ্রেনী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। জেলা লিগ্যাল এইড দিবসের কর্মপরিধি ও এর মাধ্যমে প্রাপ্য বিভিন্ন সহযোগীতার বিষয়ে সাধারণ জনগণকে অবগত করানোর জন্য বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত কর্মসূচির মধ্যে বর্ণাঢ্য র্যালি,বেলুন ও কবুতর উড়ানো, আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান,লিগ্যাল এইড মেলা, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, গনস্বাক্ষর অভিযান, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, বৃক্ষরোপন কর্মসূচী, মাইকিং ও প্রজেক্টরে বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে জনগণকে জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রম বিষয়ে অবগত করানো উল্লেখযোগ্য। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি রিয়াজ উদ্দিন খান।
তিনি বলেন- জাতীয় আইনগত সহায়তা প্রদান কার্যক্রমকে আরও বেগবান করার জন্য এর সুবিধা যেন সাধারণ মানুষ পেতে পারে এবং অর্থের অভাবে কেউ যাতে আইনি অধিকার হতে বঞ্চিত না হয় সে প্রত্যাশা ব্যক্ত করেন।”
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিঞ্চা।
তিনি বলেন- বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সকল শ্রেণীর মানুষের আইনি সেবা নিশ্চিন্তে সংশ্লিষ্ট সকলের প্রতি নির্দেশনা প্রদান করেন। যে উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি মহোদয় এর সরকার জাতীয় আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ হাজার প্রনয়ণ করেন তার সুফল সাধারণ মানুষ পাচ্ছেন এবং এখন কেউ অর্থাভাবে বা আর্থিকভাবে অসচ্ছলতা কারণে আইনগত অধিকার পাওয়া থেকে বঞ্চিত হবেনা। যা বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনিমার্ণে আবশ্যক।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল এর বিচারক মোহাম্মদ আব্দুর রহমান, পুলিশ সুপার কামাল হোসেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুনতাসির আহমেদ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন, গাইবান্ধা জেলা বার এ্যাসোসিয়েশন সভাপতি ফারুক আহমেদ প্রিন্স, পৌর মেয়র মতলুবর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন- সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উপেন্দ্রনাথ দাস সহ বিজ্ঞ বিচারকবৃন্দ, জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ সহ অনেকে।
জেলা লিগ্যাল এইড অফিসার মাসুমা খানম জুথি ও সহকারী জজ ওবায়দুল হক রুমির সঞ্চালনা করেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে স্পন্দন শিল্পী গোষ্ঠীর আয়োজনে গম্ভীরা নাটক প্রদর্শন করেন স্পন্দন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম কুমার সরকার ও বিজু। নাটকের গান পরিবেশন করেন- ময়না রায়, কবরী বর্মন,পলি চৌধুরী।
গান পরিবেশন করেন- সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উপেন্দ্র চন্দ্র দাস, সহকারী জজ ওবায়দুল হক রুমি, সিনিয়র সহকারী জজ স্ত্রী জিনিয়া, নিগার নাইম তমা, রোমানা ইসলাম, পুজা, স্বজন সহ অনেকে।
সঞ্চালনা করেন সংগঠক শিরিন আক্তার।
বিডি গাইবান্ধা/