মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯জন্য শনাক্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন            দিনাজপুর পুনর্ভবা নদীর পানি সোমবার সকাল ৮ দিকে বিপদসীমা অতিক্রম করেছে মোটরসাইকেলসহ পলাশবাড়ী থানা পুলিশের হাতে ৯ জন আন্তঃজেলা চোর গ্রেফতার  ৬টি প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য ছিলো এই জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করা- গাইবান্ধায় হুইপ গিনি এমপি ভুট্টার উৎপাদন হয়েছে ৬৭ লক্ষ টন যা মুলত দেশের উত্তর বঙ্গে উৎপাদিত হচ্ছে । গাইবান্ধায় নারী ও শিশু প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত।  কারিগরী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও শেলাই মেশিন বিতরণ  দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের আয়োজনে সাংবাদিক হূমায়ুন কবীরের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। কৃষকদের অধিক সেবা দিতেই স্কুটি নিয়ে ছুটে চলছেন নারী উপসহকারী কৃষি কর্মকর্তা শর্মিলা শারমিন

ডাঃ মোজাফ্ফর আহমেদ আই কেয়ার সেন্টার,গাইবান্ধা । ০১৭৬৭-৩০৬৭০২

গাইবান্ধায় কুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন ৫ জন গ্রেফতার 

আশরাফুল ইসলাম (গাইবান্ধা প্রতিনিধি)
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

গাইবান্ধায় কুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও হত্যাকারীসহ ৫ জন কে গ্রেফতার করেছে পুলিশ। আজ ২৮ এপ্রিল শুক্রবার গাইবান্ধা জেলা পুলিশের পক্ষে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ হত্যাকান্ড ও হত্যার সাথে জড়িতদের সার্বিক বিষয় তুলে ধরেন জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন। এসময় জেলা পুলিশ অন্যান্য কর্মকর্তা, সাঘাটা থানার ওসিসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানা যায়, গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পবনতাইড় গ্রামের অটোভ্যান চালক রুবেল মিয়া (২২) এর মরদেহ গত ২০ মার্চ বেলা ১২ ঘটিকার সময় সাঘাটা উপজেলার বাদিনাপাড়া গ্রামের আব্দুল্লাহর ভুট্টা ক্ষেত হতে উদ্ধার করে পুলিশ। এরপর মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। পরবর্তীতে এ ঘটনায় সাঘাটা থানায় অজ্ঞাতদের নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়। কুলেস হত্যা মামলা হওয়ায় এ মামলাটি রুজু হওয়ার পর থেকে সাঘাটা থানার একটি টিম নিরন্তন প্রচেষ্টা ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত ৩ জন কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য মতে আরো দুইজনকে গ্রেফতার ও অটোভ্যানের বিভিন্ন মালামাল উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা হলো ১। ওবায়দুল ইসলাম (২৪) ২। রুবেল মিয়া (২২) ৩। মোঃ জসিম উদ্দিন (৩২) কে ঢাকা জিরাবো এলাকা হতে গ্রেফতার করে। তাদের ০২ জনের বাড়ী সাঘাটায় এবং অপর ০১ জন জন বরিশাল জেলার হিজলা থানা এলাকার বাসিন্দা। গ্রেফতারকৃত ওবাইদুলের নিকট হতে মৃত রুবেল হোসেনের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত তিনজনের দেওয়া তথ্য মতে চুরি যাওয়া অটোভ্যানটি ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত মোঃ সাজু মিয়া (৪০) ও ২। মোঃ রেজাউল করিম (৫০) কে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে অটোভ্যানের বিভিন্ন অংশ ১টি টায়ার বিহীন চাকা, ০১টি হ্যান্ডেল, ১টি লুকিং গ্লাস, ১টি যাত্রী বসার সিট ও ১টি এক্সেল উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ১৯ মার্চ রাত্রী আনুমানিক ৯ ঘটিকার সময় অটোভ্যানটি সাঘাটা বাজার হইতে ভাড়া করে নিজ বাড়ী বাদিনারপাড়া গ্রামের দিকে নিয়ে যায়। পথিমধ্যে নির্জন এলাকায় অটোচালক রুবেলকে তার ব্যবহৃত চাদর গলায় পেঁচিয়ে হত্যা করে এবং মৃতদেহ পাশের ভুট্টা ক্ষেত্রের ভিতর ফেলে রেখে অটোভ্যান ও মোবাইল নিয়ে চলে যায় হত্যাকারীরা। পরে হত্যাকারীরা সাঘাটার বারোকোনা বাজারের সাজু মিয়া ও রেজাউল করিমের নিকট অটোভ্যানটি সাড়ে ৯ হাজার টাকায় বিক্রি করে এবং ঐ রাতেই হত্যাকারীরা একসাথে ঢাকায় চলে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে আসামী ওবাইদুল, রবেল ও জসিম হত্যাকান্ডের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। হত্যাকারীরা মাদকাসক্ত তারা ঢাকায় একই বাসায় ভাড়া থাকত। মূলত টাকার জন্যই অটো চালককে হত্যা করে অটোভ্যানটি নিয়ে যায়।

Print Friendly, PDF & Email

যমুনা প্লাজা,গাইবান্ধা -01740569856

জিনিয়াস কিন্ডার গার্টেন এন্ড স্কুল ও জিনিয়াস এডুকেয়ার

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ১৬:০৬ অপরাহ্ণ
  • ১৭:৪৯ অপরাহ্ণ
  • ১৯:০২ অপরাহ্ণ
  • ৫:৪৯ পূর্বাহ্ণ
bdgaibandha.news©2020 All rights reserved
themesba-lates1749691102