গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের চৌকষ পুলিশ অফিসার এ এস আই আমিরুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ দীর্ঘদিন পলাতক থাকা আসামি রিজু মন্ডল কে গতকাল (২৫ এপ্রিল /২৩) রাত আনুমানিক ১২ টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বোয়ালীদহ গ্রামের মোঃ এন্তাজ আলীর পুত্র মোঃ রিজু মন্ডল।
পুলিশ তদন্ত কেন্দ্র সুত্রে জানা যায় – রিজু মন্ডলের নামে ২০১৭ সালে সাদুল্লাপুর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের হয়। যাহার নং জি আর ৩৩৬/১৭ এবং এই মামলায় তার ১০ বছরের সাজা দেয় বিজ্ঞ আদালত। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই আমিরুল ইসলাম। তিনি আরও বলেন গ্রেফতার কৃত আসামি কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।