” স্বেচ্ছায় করে রক্তদান, বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তান” এই লক্ষ্যকে সামনে রেখে ব্লাড ডোনার’স ইন গাইবান্ধা এর ৩য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা, র্যালি, র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা শুরুতে পাবলিক লাইব্রেরী মিলনায়তন হতে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শুরুস্থলে গিয়ে শেষ হয়।
ব্লাড ডোনার’স ইন গাইবান্ধা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এর আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধা জেলার সভাপতি আবু বকর সিদ্দিক। তিনি সংগঠন এর সদস্যদেরকে – সোনার বাংলা গড়ার কারিগর হিসেবে কাজ করার আহবান জানান।
প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি খালেদ হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক অশোক সাহা ছাড়াও মোল্লা আরিফা রহমান নদী।
সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন- ব্লাড ডোনার’স ইন গাইবান্ধার সভাপতি আনিসুল ইসলাম।
আলোচনা শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন স্বেচ্ছায় রক্তদাতা সাব্বির আহমেদ অনি।
গীতা পাঠ করেন- স্বেচ্ছায় রক্তদাতা সৈকত কুমার।
সংগঠন শুরুর কথা বলেন- সংগঠন এর পরিচালক আরাফাত উল্লাহ।
তিনি বলেন- ব্লাড ডোনার’স ইন গাইবান্ধা বিনামূল্যে ১হাজার ২শ ৫৩ জন মানুষ এর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। বাৎসরিক গড়ে ৭শ ৪ ব্যাগ রক্তদান করে থাকে। প্রতিমাসে ৫৯ ব্যাগ মাসিক গড় রক্তদান ও মাসে ২ ব্যাগ রক্ত প্রদান করে থাকে।
সংগঠন এর চ্যালেঞ্জ সম্পর্কে বক্তব্য রাখেন রুহুল ইসলাম। থ্যালাসেমিয়া সম্পর্কে বক্তব্য রাখেন, এ,কে এম শফিউল্লাহ বরাত সাকিব। রক্তদান সম্পর্কে গজল পরিবেশেন করেন স্বেচ্ছায় রক্তদাতা আতিয়া সানজিদা এশা।
উল্লেখ্য, ব্লাড ডোনার’স ইন গাইবান্ধা – গাইবান্ধা জেলাকে একটি মডেল জেলা হিসেবে গড়ার সহযোগিতা করতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে। এরই প্রত্যয়ে প্রাপ্ত মোট চাহিদার শতভাগ রক্তের চাহিদা পুরন করে থাকে। অসহায় রোগীদের বিনামূল্যে রক্তের ব্যাগ প্রদান করা।
বিডি গাইবান্ধা/