গাইবান্ধা শহরের পুলিশ ক্যাফে সংলগ্ন অটোরিকশা হতে লেভেল ছাড়া ৪ বোতল অফিসার চয়েস উদ্ধার করলেন ট্রাফিক পুলিশ সদস্যরা।
জানা গেছে- গাইবান্ধায় মাদকের চোরাচালান যেন থেমে নেই। প্রতিদিন গাইবান্ধার বালাসীঘাট, হিলি স্থলবন্দর সহ বিভিন্ন রুট দিয়ে গোপনে আমদানি হচ্ছে মাদকদ্রব্য। এছাড়া যত্রতত্র অটো রিক্সা পার্কিং, ও হেলমেট বিহীন মটর সাইকেল চালক এর মাত্রা বেড়েই চলছে। এতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাঘাত ঘটছে। এরই প্রেক্ষিতে গাইবান্ধা জেলা ট্রাফিক পুলিশ এর টিএস আই আখতার, এটি এস আই জসীমউদ্দীন, ট্রাফিক কনস্টেবল রনী ৩৫৬, নিয়মিত চেকিং এর সময় বুধবার সন্ধ্যায় গাইবান্ধা শহরের পুলিশ ক্যাফে সংলগ্ন গোল চত্বর থেকে একটি অটোরিকশা হতে চার বোতল লেভেল ছাড়া অফিসার চয়েস মাদক বোতল উদ্ধার করে।
গাইবান্ধা জেলা ট্রাফিক অফিসার ইনচার্জ নূর আলম সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।