গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলার কাঁটাবাড়ী ইউনিয়নের মাস্টার পাড়া গ্ৰামের রেজাউল করিমের এক ছেলে মেহেরাজ ( ১৪) সামান্য বিষয় নিয়ে মা বাবার উপর অভিমান করে নিজ ঘরে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে।
বিষয়টি নিয়ে এলাকার প্রভাবশালীদের সহযোগিতায় লাশ ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়। এই বিষয়ে কাঁটাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান শুনেছি আত্মহত্যা করেছে।
ঘটনাস্থলে গিয়ে দেখি লাশ দাফন করা শেষ তবে এ বিষয়ে নিউজ না করাই ভালো হবে গরিব মানুষ ঝামেলা হতে পারে। বৈরাগী থানার ইনচার্জ মিলন চ্যাটাজী জানান আত্মহত্যা করেছে কিনা আমি সঠিক জানিনা তবে শুনেছি অসুস্থ ছিল বগুড়ায় নেওয়ার পথে মারা গেছে।
বিষয়টি নিয়ে এলাকার সচেতনমহলের মাঝে চাঁপা ক্ষোভ বিরাজ করছে।