জাতীয় পর্যায়ের শিশু অধিকার বাস্তবায়নকারী শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে ঈদ-উল ফিতর উপলক্ষে সুবিধা বঞ্চিত চরঞ্চলের শিশুদের নিয়ে ঈদ সামগ্রী বিতরণ ও মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
১৯ এপ্রিল ২০২৩ বুধবার সকালে গাইবান্ধা জেলার বালাশী ঘাটের সুবিধা বঞ্চিত প্রায় ৫০ জন শিশু মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয় ও ১০০ শিশু হাতে মেহেদী লাগানো উৎসবে অংশগ্রহণ করে।
এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির মেয়ে সদস্যরা এসময় এসব শিশুর হাতে বিভিন্ন আল্পনা এঁকে মেহেদী পরিয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন এনসিটিএফ সহ সভাপতি মো:সিয়াম মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসফিয়া ইসলাম নুভা, শিশু সাংবাদিক রাকিব, চাইল্ড পার্লামেন্ট সদস্য ফাইরুজ লুবনা,সাধারণ সদস্য মো:ইউসুফ,মাহিন,মানিক,আশিক,নাফিজ,মেঘা,সাদিকা,অহনা,মালিহা,সারা,জেলা ইয়ুথ মেন্টর মেহেদী হাসান প্রমুখ।
হাতে মেহেদী পরে ও ঈদ সামগ্রী পেয়ে শিশুরা অনেক খুশী হন এবং উচ্ছ্বাস প্রকাশ করে ।