গতকাল ১৮ এপ্রিল গাইবান্ধা জেলাধীন গোবিন্দগঞ্জ উপজেলার মেহেরুননেছা বৃদ্ধাশ্রমে প্রাণের ব্যাচ এস এস সি- ৯৩ ও গাইবান্ধা পুলিশ প্রশাসনের মান্যবর পুলিশ সুপার কামাল হোসেন এর পৃষ্ঠপোষকতায় গাইবান্ধা-৯৩ ব্যাচের বন্ধুদের সার্বিক সহযোগিতায় ইফতার মাহফিল ও বৃদ্ধাশ্রমে আশ্রিত অভিভাবকহীন সকল বৃদ্ধ-বৃদ্ধাকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। জানা যায়,গাইবান্ধা জেলার মানবিক পুলিশ সুপার কামাল হোসেনও এস এস সি-৯৩ ব্যাচের ছাত্র ছিলেন। গাইবান্ধা জেলা এস এস সি- ৯৩ ব্যাচের বন্ধুরা তাদের বন্ধুবর কামাল হোসেনকে পেয়ে সত্যি গর্বিত এবং আনন্দিত। এসময় উপস্হিত ছিলেন পুলিশ নারী কল্যান সমিতি(পুনাক) এর গাইবান্ধা জেলা সভানেত্রী মাহবুবা আক্তার,জেলা পুলিশে কর্মরত পুলিশ কর্মকর্তাগন, সুধীজন, ৯৩ ব্যাচের বন্ধুরা। পুনাক সভানেত্রী বলেন, তাদের এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। প্রাণের ব্যাচ-৯৩ এর বন্ধুরাও পুনাক গাইবান্ধার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মান্যবর পুলিশ সুপারকেও তার এ মানবিক মূল্যবোধের কারণে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।