আওয়ামীলীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষকলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী সাদুল্লাপুর উপজেলা শাখার উদ্যোগে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। ১৯ এপ্রিল সকালে উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ রায়হানুল হক রবার্ট এর সভাপতিত্বে দলীয় কার্যালয় প্রাঙ্গণে সকাল ১০.০০ ঘটিকায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন,
১২.০০ ঘটিকায় আনন্দ র্যালী, উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও
আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল জলিল সরকার, সাধারণ সম্পাদক সহীদুল্যাহেল কবির ফারুক, সাংগঠনিক আহসান হাবিব বাবু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার আলো, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, তাঁতীলীগ, মৎসজীবিলীগের উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মী।
উল্লেখ্য- ১৯৭২ সালের ১৯ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন।
প্রতিষ্ঠার পর বঙ্গবন্ধু কৃষক নেতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতকে কৃষক লীগের কমিটি গঠনের দায়িত্ব দেন। বঙ্গবন্ধুর দিকনির্দেশনায় ব্যারিস্টার বাদল রশিদকে সভাপতি ও আব্দুর রউফকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠিত হয়।
সর্বশেষ ২০১৯ সালের ৬ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কৃষক লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে কৃষিবিদ সমীর চন্দকে সভাপতি ও অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতিকে সাধারণ সম্পাদক করা হয়।