এসো হে বৈশাখ এসো এসো এই শ্লোগান কে সামনে রেখে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ এপ্রিল/২৩ ইং শুক্রবার সকালে বর্ষবরণ ১৪৩০ উপলক্ষে এক বিশাল মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত মঙ্গল শোভাযাত্রা উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মঙ্গল শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহরিয়া খান বিপ্লব, উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রভাষক আঃ জলিল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল্লাহেল কবির ফারুক, সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ প্রদীপ কুমার, এসিল্যান্ড তাইফুর রহমান সহ সাদুল্লাপুর উপজেলা ও থানার উর্ধতন কর্মকর্তা বৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এর নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যম কর্মী বৃন্দ সহ আপামর জনসাধারনের উপস্থিতিতে ১৪৩০ বাংলা নববর্ষ উদযাপন করা হয়।