সাংবাদিকদের প্রাণের সংগঠন
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন এর টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক কমিটির উদ্যোগে ১৩ এপ্রিল/২৩ ইং বৃহস্পতিবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিল শেষে টাঙ্গাইল জেলার পূর্ণাঙ্গ কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে টাঙ্গাইল জেলা শাখা কমিটির অনুমোদন দেন বি এস কে এস এর কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি শেখ তিতুমীর আকাশ।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন এর টাঙ্গাইল জেলা শাখার বার্ষিক দোয়া, ইফতার মাহফিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বি এস কে এস এর টাঙ্গাইলের আহবায়ক মাঈন খানের সভাপতিত্বে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) টাঙ্গাইল শহরের গ্রীণ ভিলেজ চাইনিজ রেস্টুরেন্টে এ বার্ষিক দোয়া, ইফতার মাহফিল ও টাঙ্গাইল জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও ইফতার এবং জেলা কমিটির সম্মেলনের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠনের সন্মানিত সভাপতি শেখ তিতুমীর আকাশ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান মিয়া। আরও বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বি এস কে এস এর যুগ্ম আহবায়ক হামিদ আল মামুন রানা, যুগ্ম আহবায়ক শাহরিয়ার আলম, যুগ্ম আহ্বায়ক নাসরিন আক্তার রুপা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সবুজ, দপ্তর সম্পাদক বাবু আকন্দ।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে দৈনিক ইনফো বাংলার ব্যুরো প্রধান মিম যুলকার নাইন রাফি কে সভাপতি (ভারপ্রাপ্ত), মাঈন খানকে সিনিয়র সহ-সভাপতি, হামিদ আল মামুন রানাকে সাধারণ সম্পাদক ও শাহরিয়ার আলমকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।