সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে বাইতুন নূর জামে মসজিদে সমাজবাসীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বাদ আছর হতে ইফতার মাহফিলের আয়োজন করে অত্র মসজিদের সমাজবাসী। ইফতার মাহফিলে প্রধান আলোচক ছিলেন, মাওলানা মোঃ আব্দুর রহমান, বাইতুন নূর জামে মসজিদের পেশ ইমাম ও দামোদরপুর দ্বিমুখী দাখিল মাদ্রাসার সহকারী সুপার। অত্র মসজিদের সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক, নলডাঙ্গা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়। মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, মান্দুয়ারপাড়া দারুস সালাম হাফেজিয়া ও ইতিমখার শিক্ষক। মোঃ শাহাদাত হোসেন, ইউপি সদস্য ৮ নং ওয়ার্ড।
সার্বিক সহযোগিতায় ছিলেন, মোঃ আবুল বাশার, মাদুদ,মফিজল,খালেক,ছলিম উদ্দিন, জিন্না, জিল জাল হাসান জুয়েল,মহসিন, হযরত আলী, সৈয়দ আলী, নুরুজ্জামান, আশিকুর, কাউছার, আমিনুল,সামিউল,সোহরাব,নুরুজ্জামান, আবু সোয়েব মোঃ জীম,আজাদ, এবং মসজিদ কমিটির সদস্যবৃন্দ, এলাকায় রোজাদারবৃন্দ,মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।