গাইবান্ধার সাদুল্লাপুর ৯নং বনগ্রাম ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল অর্থ বছর ২০২১-২০২২ এর অনুকূলে বৃদ্ধ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ই এপ্রিল মঙ্গলবার বিকাল ৩টায় সাদুল্লাপুর উপজেলার ৯নং বনগ্রাম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে ইউ পি চেয়ারম্যান মোঃ ফজলুল কাইয়ুম হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাহরিয়া খান বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রোকসানা বেগম, উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি মোঃ আব্দুল জলিল সরকার, সাধারণ সম্পাদক, মোঃ শহিদুল্যাহেল কবির ফারুক ২নং নলডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল গফুর মিয়া ৭নং ইদিলপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, অত্র ইউপি সদস্যবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা শেষে ২৬ জন বৃদ্ধ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার এবং ৩১জন মেধাবী শিক্ষার্থীর হাতে বাইসাইকেল তুলে দেন আমন্ত্রিত অতিথি বৃন্দ।