০৯ ই এপ্রিল ২০২৩ , রবিবার ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা কার্যনির্বাহী কমিটির এপ্রিল মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
এনসিটিএফ গাইবান্ধা জেলার সভাপতি নুসরাত জামান লামিয়া এর সভাপতিত্বে গাইবান্ধা জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত কার্যনির্বাহী সদস্যদের মতামতের ভিত্তিতে এপ্রিল মাসে চলমান কার্যক্রমের উপর গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গ্রহণকৃত সিদ্ধান্ত সমূহ-
১. পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে (১৯/০৪/২০২৩ সম্ভাব্য) তারিখে সুবিধাবঞ্চিত, দরিদ্র ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে রঙিন পোশাক বিতরন।
২. (২২/০৪/২০২৩ সম্ভাব্য) তারিখে শিশু পরিবার বালিকা এর শিশুদের নিয়ে মেহেদী উৎসব।
৩. এনসিটিএফ এর সাধারণ সম্পাদক পদের রদ বদল ও পুর্নাঙ্গ কমিটি গঠন।
সভায় উপস্থিত আরও ছিলেন সহ সভাপতি মোঃ সিয়াম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসফিয়া ইসলাম নুভা, চাইল্ড পার্লামেন্ট মেম্বার ফাইরুজ লুবনা, শিশু সাংবাদিক মো.রাকিবুল ইসলাম রাকিব, সম্প্রতি ফারিয়া মহিনী, সাধারণ সদস্য মেঘনা, ইউসুফ আলী,সাদিকা,ফাহমিদা,মানিক, আহনা,মেজবাহুল জান্নাত, মাহিন, জেলা ভলান্টিয়ার মোঃ মেহেদী হাসান, সাবেক সভাপতি ও ইয়ুথ মেন্টর গ্রুপের সদস্য মোঃ মশিউর রহমান মুছা, সাবেক সভাপতি ও এনসিটিএফ বাংলাদেশের প্রচার প্রকাশনা সম্পাদক কে.এইচ.খান রোহান, সাবেক সাধারণ সম্পাদক তৌফিক ওমর হিমন প্রমূখ।