গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা বিএনপি আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে,
বিদ্যুৎ, গ্যাস, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মুল্যের সীমাহীন উর্ধ্বগতি ও সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে ৮ এপ্রিল /২৩ ইং শনিবার বিকাল ৩ থেকে ৫ পর্যন্ত উপজেলা বিএনপি সহ অংগসহযোগী সংগঠন এর অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ছামছুল হাসান ছামছুল এর সভাপতিত্বে ও সাদুল্লাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আব্দুস সালাম মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক। এসময় সাদুল্লাপুর উপজেলা বিএনপি ও অংগসহযোগী সংগঠন ছাড়াও উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলার ১১ টি ইউনিয়নের বিএনপি ও অংগসহযোগী সংগঠন এর নেতাকর্মী বৃন্দ।