গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য নির্বাচন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে কলেজ চত্বরে ভোট গ্রহন করা হয়।
অনুষ্ঠিত এ নির্বাচনে অভিভাবক সদস্য পদে মোট ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
এরমধ্যে বাকীবিল্লাহ নামের একজন প্রার্থী তার মনোনয়ন পত্র প্রত্যাহার করেন ও সিদ্দিক হোসেন নামের আরেক প্রার্থী ভোট বর্জন করেন। ফলে ছয়জন প্রার্থী সক্রিয়ভাবে নির্বাচনে অংশ নিয়ে প্রচার প্রচারণা চালান। তবে এবারে এ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ও জাল ভোট ঠেকাতে কলেজ কর্তৃপক্ষ ভোটারদের জাতীয় পরিচয় পত্র প্রদর্শন পূর্বক ভোট গ্রহন করেন।
নির্বাচনী ফলাফলে ৩ জন অভিভাবক সদস্য নির্বাচিত হন। তারা হলেন,যথাক্রমে মোশারফ হোসেন মিলিটারী ৪৪৯ ভোট, আলমগীর হোসেন ৩৫০ ভোট ও শহীদুল ইসলাম বাবুল ৩৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া কাস্টিং ভোটের মধ্যে ১০ টি ভোট নষ্ট ঘোষনা করেন নির্বাচনের প্রিসাইডিং অফিসার।
নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন নলডাঙ্গা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান।
তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুসারে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে কোন রকম বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে ১হাজার ২শত ১জন অভিভাবক ভোটারের মধ্যে ৭০৮ জন ভোটার স্বতঃস্ফুর্ত ভাবে তাদের ভোটধিকার প্রয়োগ করলেও ৪৯৩ জন ভোটার ভোটদানে অনুপস্থিত থাকে।
ফলে শতকরা প্রায় ৫৯ শতাংশ ভোট কাস্টিং হয়। এদিকে নির্বাচন চলাকালীন সময় যেকোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা এঁড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় নির্বাচনের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। এসময় তিনি শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য উপস্থিত ভোটার,প্রার্থী ও উৎসুক জনতার প্রতি উদাত্ত আহবান জানান।