গাইবান্ধা সদরের লক্ষ্মীপুরে এক ভয়াবহ অগ্নিকান্ডে ব্যবসা প্রতিষ্ঠানসহ বাসাবাড়ি পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি সাধন। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা গেছে, ৭ এপ্রিল শুক্রবার সকাল আনুমানিক ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়ে নিমিশেই আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলে ছড়িয়ে পড়ে ব্যবসা প্রতিষ্ঠানসহ বাসাবাড়িতে। এসময় আতংকিত লোকজন ছুটা-ছুটি করে আগুন নিয়ন্ত্রন আনার আপ্রাণ চেষ্টা করে। পরে স্হানীয় লোকজন গাইবান্ধা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে আসে। সঙ্গে যুক্ত হয় সাদুল্লাপুর ফায়ার সার্ভিস দলের সদস্যরাও। দুই ফায়ার সার্ভিস দলের সদস্যরা আগুন নিয়ন্ত্রণ আনলেও ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ির কোন মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়দের দাবী এতে প্রায় ২ কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়েছে। তারা আরো জানান, এটি হাট লক্ষ্মীপুরের স্বরণকালের ভয়াবহ অগ্নিকান্ড যা আগে কখনও ঘটেনি। ক্ষতিগ্রস্ত কয়েকজন ব্যবসায়ী জানান, আসন্ন ঈদকে সামনে রেখে ধার – দেনা এমনকি বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে ঋণ করে নানা প্রকার পণ্য দ্রব্য সংরক্ষন করেন । আজ আমাদের সব পুড়ে ছাই হয়ে গেলো। আজ আমরা নিঃস্ব হয়ে গেলাম। কি করে সংসার চালাবো আর কিভাবে ধার – দেনা শোধ করবো। এদিকে ভয়াবহ এই অগ্নিকান্ডে গ্রতিগ্রস্ত ব্যবসায়ীসহ বাসাবাড়ির মালিকগন নিঃস্ব হয়ে পড়ায় তাদের আর্তনাদে আকাশ – বাতাশ ভারী হয়ে উঠেছে। অসহায় মানুষগুলোর মুখে উঠেছে সাহায্যর দাবি।
এ ব্যাপারে সরকারী – বেসরকারী সংস্থাসহ বিত্তবানরা এগিয়ে আসবেন এমনটি প্রত্যাশা অসহায় ভুক্তভোগী মানুষগুলোর।
এ রিপোর্ট লেখা অবধি কি ভাবে আগুনের সূত্রপাত হয়েছে এ বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
এ ভয়াবহ অগ্নিকান্ডে স্থানীয় চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিডি গাইবান্ধা/