গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়ার খামার পীরগাছা গ্রামে একটি ড্রাম ট্রাক, দুইটি গাভীন সহ ৪টি গরু সহ আন্তজেলা ৪ গরুচোরকে গ্রেফতার করেছে গাইবান্ধা সদর থানা পুলিশ। এ বিষয়ে বুধবার সকালে সদর থানা চত্বরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের অবহিত করেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো: কামাল হোসেন।
তিনি বলেন- ঈদ পূর্ববতি সময়ে প্রতি বছরই আন্তজেলা গরুচোর চক্রের সদস্য গরু চুরি করে থাকে এবং পুলিশ তা অভিযান চালিয়ে উদ্ধার করে। এরই ধারাবাহিকতায় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া ১ নং ওয়ার্ড এর শফিকুল ইসলাম এর পুত্র সাজ্জাদুল ইসলাম সজিব ২৩), রাজশাহী জেলার কাশিডাঙ্গা উপজেলার রাইপাড়া গ্রামের জাহিদুল ইসলাম জাহিদ এর পুত্র বিজয় ইসলাম ওরফে পিচ্চি বাবু(১৯), গাইবান্ধা সদর উপজেলার খামার পীরগাছা গ্রামের মৃত আজিম উদ্দিনের পুত্র রেজাউল শেখ ও আব্দুল মান্নান এর পুত্র আব্দুল মজিদ (২৭) দীর্ঘদিন যাবত আন্তজেলা গরুচোর চক্রের দলের সদস্য হিসেবে কাজ করে আসছে। তারা গাইবান্ধা জেলা সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় গরু চুরি করে ড্রাম ট্রাক এর মাধ্যমে পরিবহন করে থাকে। অন্যদিকে গাইবান্ধা সদর থানার তদন্ত অফিসার ওয়াহেদুল ইসলাম এর নের্তৃত্বে তদন্তকারী কর্মকর্তা নয়ন সাহার সহযোগীতায় এস, আই মাহিদুল ইসলাম ও ইসলাম মল্লিক গত ৪এপ্রিল ২০২৩ ইং তারিখ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদ এর ভিত্তিতে জানতে পেরে সদর উপজেলার ৪নং সাহাপাড়া ইউনিয়নের খামার পীরগাছা গ্রামের ধৃত আসামী রেজাউল শেখ এর ভাতিজা ধৃত আসামী আব্দুল মজিদ এর পূর্ব দুয়ারী গোয়াল ঘর হতে উক্ত গরু এবং পলাতক আসামী আব্দুল মান্নান এর বসতবাড়ীর সামনে হইতে উক্ত চুরি যাওয়াকৃত বহনকাজে ব্যবহৃত একটি রেজি: বিহীন পুরাতন ৫টন বহনযোগ্য হলুদ রংয়ের ড্রাম ট্রাক উদ্ধারপূর্বক জব্দ করেন। এবং এই গরুগুলোকে তাদের মালিকের কাছে পৌঁছে দেয়া হবে। এ বিষয়ে ৪ এপ্রিল ২০২৩ ইং তারিখে এস,আই ইসলাম মল্লিক বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় যা ১৮৬০ পেনাল কোড এর ৪৫৭/৩৮০/৪১১ ধারায় এফআইআর করেছেন। যার এফআইআর নম্বর: ৫। গ্রেফতারকৃত গরু চোরদেরকে গাইবান্ধা কোর্টে প্রেরণ করা হবে।
উক্ত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক মামলা মোকদ্দমা রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, গাইবান্ধা ট্রাফিক অফিসার ইনচার্জ নূর আলম সিদ্দিক, তদন্ত অফিসার ওয়াহেদুল ইসলাম, এস,আই নয়ন সাহা, মাইদুল ইসলাম ও ইসলাম মল্লিক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বিডি গাইবান্ধা/