নীলফামারীতে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন তোফায়েল হোসেন আইডিয়াল পাবলিক স্কুল। নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানী ইউনিয়নে অবস্থিত হলেও প্রতিষ্ঠানটি থেকে অসংখ্য মেধাবী ছাত্র ছাত্রী সরকারী ভিত্তিক ট্যালেন্টপুলে বৃত্তি সহ জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হচ্ছে প্রতি বছর। গত ২০২২ ইং শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণির ১০ জন শিক্ষার্থীর মধ্যে ৭ জন সরকারি ভাবে বৃত্তি পায়। এর মধ্যে ২ জন ট্যালেন্টপুলে বৃত্তি পায়। তারা হলো মোছাঃ সানজিদা আক্তার বৃষ্টি (১১) পিতা সেকেন্দার আলী ও মোছাঃ রোজা মুনিমা (১১) পিতা রাজিকুল ইসলাম। সাধারণ বৃত্তি পায় ৫ জন। নর্থ বেঙ্গল সোসাইটির অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানটি সোসাইটি গঠিত বৃত্তিতে সদর উপজেলায় ২য় স্থান অর্জন করেছে। ১২ জন শিক্ষক নিয়ে পরিচালিত প্রতিষ্ঠানটিতে মোট শিক্ষার্থী ২৩০ জন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ আনিছুল হক পলাশের সাথে কথা বললে তিনি বলেন, আমার প্রতিষ্ঠান অবহেলিত এলাকায় হলেও আমরা শিক্ষকরা মনোরম পরিবেশে মনোযোগের সহিত শিক্ষার্থীদের পাঠদান করে আসতেছি। এর ফলশ্রুতিতে আমরা ভালো রেজাল্ট বরাবরই পেয়ে আসছি। এ বছর উপজেলায় ২য় স্থান অর্জন করায় আমরা শিক্ষকরা আনন্দিত।