গাইবান্ধার সাদুল্লাপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে।
উপজেলার দামোদরপুর ও বনগ্রাম ইউনিয়নের ৩৮৯৪ জন ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করবে
বাংলাদেশ নির্বাচন কমিশন।
৪ এপ্রিল (মঙ্গলবার) সকালে উপজেলা নির্বাচন কমিশন অফিসের আয়োজনে সাদুল্লাপুর কে এম পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বনগ্রাম ইউনিয়নের ও কান্তনগর বিনয় ভূষণ বি এল উচ্চ বিদ্যালয় মাঠে দামোদরপুর ইউনিয়নের ভোটারদের মাঝে পৃথক ভাবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কাযক্রমের শুভ উদ্ধোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খাঁন বিপ্লব।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম, উপজেলা নির্বাচন অফিসার লুৎফার রহমান, দামোদরপুর ও বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আরও অনেকেই।
উল্যেখ্য, দুই ইউনিয়নসহ উপজেলার ১১ ইউনিয়নের ২০০৮ থেকে ২০১৭ সালের মোট ২,১২,৮১৮ ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। ন্যাশনাল আই ডি কার্ড হারিয়ে গেলে ৩৪৫ টাকা ব্যাংককে জমা প্রদানের মাধ্যমে স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবে বলে জানা গেছে।