গত সোমবার ৩শরা এপ্রিল সকাল ১১ ঘটিকার সময় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিসে তথ্য জন্য গেলে সাংবাদিক লাঞ্চিতের ঘটনা ঘটেছে। সাংবাদিক তথ্য চাইবে এটাই স্বাভাবিক সে কারনে পেশাগত দায়িত্ব পালনের জন্য উপজেলা প্রাণি সম্পদ অফিসে দৈনিক সকালের সময় ও দৈনিক খোলাকাগজ উপজেলা প্রতিনিধি তথ্যর জন্য যায়। প্রাণি সম্পদ কর্মকর্তা বেলাল হোসেন এবং ভ্যাটেনারী সার্জন তানভিক জাহানের কাছে তথ্য জানতে চায় , উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদে প্রাণি সম্পদ কর্মকর্তা বসার জন্য সরকারের একটা করে রুম বরাদ্ধ আছে। তাবে কেন সে রুম গুলোতে আপনাদের অফিসার বসে না? যার ফলে প্রান্তীক খামারীদের প্রাণির স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এমন প্রশ্নে দায়িক্তরত অফিসাররা কোন সৎ উত্তর দিতে পারেনি। এসময় তাদের অফিসের প্রাণি পুষ্টি প্রকল্পের এক্সটেনশন এজেন্ট পীরজাদা আব্দুল কাইযুম সেখানে উপস্থিত হয়ে সাংবাদিককে বলে তোকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করার দায়িত্ব কে দিছে,আচ্ছা দায়িত্ব পাছিস তুই। খবরদার এ বিষয়ে তোকে আর যেন এ অফিসে না দেখি। এবং বলে তুই বাহিরে আয় তোকে দেখে নেব তুই কত বড় সাংবাদিক হছিস সে সময় অকথ্য ভাষায় গালীগালাজ করে এবং প্রান নাশের হুমকি দেয়। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে। উক্ত ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন বলেন, বিষয়টি যাচাই বাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইজার উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।