মাদকদ্রব্য বিক্রয়ের সময়ে গাইবান্ধার সাদুল্লাপুরে কবিরুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সাদুল্লাপুর থানার পুলিশ।
গত ৩০ মার্চ (বৃহস্পতিবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাদুল্লাপুর বাজারের চৌরাস্তা তুলশীঘাট সড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক সেবীদের নিকট মাদক দ্রব্য বিক্রয়ের সময় কবিরুল ইসলাম পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।
সেই সময় দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম শুকনা গাঁজাসহ মাদক বিক্রয়ের নগদ ৯৯০ টাকা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কবিরুল ইসলাম উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ওসি প্রদীপ কুমার রায় জানান,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহন করে শুক্রবার দুপুরে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।