গাইবান্ধা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও গাইবান্ধা জেলা যুবদলের বর্তমান সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন (৪০)কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
আজ ৩১ মার্চ শুক্রবার গাইবান্ধার পলাশ পাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত শফিকুল ইসলাম লিপন গাইবান্ধা পৌর এলাকার পলাশ পাড়ার বাকা মিয়ার ছেলে।
এ বিষয়টি নিশ্চিত করে সদর থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান,পুলিশী কাজে বাধা প্রদানের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে শফিকুল ইসলাম লিপন কে গ্রেফতার করার খবর ছড়িয়ে পড়লে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।