ধর্ম যার যার, রাষ্ট্র সবার” এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ এর বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সাদুল্যাপুর উপজেলার আয়োজনে শুক্রবার দুপুরে অত্র উপজেলার কেন্দ্রীয় বারোয়ারী মন্দির অফিস প্রাঙ্গনে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলার সভাপতি রনজিত বকশী সূর্য।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক চঞ্চল সাহা।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলার সাংগঠনিক সম্পাদক রঞ্জন সাহা, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সাদুল্যাপুর উপজেলার সাধারণ সম্পাদক বিবেকানন্দ সরকার,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ এর অন্যতম সদস্য দুলাল সরকার, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ গাইবান্ধা জেলার আহবায়ক সুমন চক্রবর্তী, যুগ্ন আহবায়ক সঞ্জয় সাহা, সদস্য সচিব অভিজিৎ দাস অভি।
বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সাদুল্যাপুর উপজেলার সভাপতি অপূর্ব কুমার সরকার এর সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক কাজল সরকার এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাদুল্যাপুর উপজেলার ১নং রসুলপুর ইউনিয়নের সভাপতি শিমুল মন্ডল, সাধারণ সম্পাদক রিপন, ৫নং ফরিদপুর ইউনিয়ন সভাপতি সুভাষ সরকার, সাধারণ সম্পাদক করুনা সরকার, ইদিলপুর ইউনিয়ন সভাপতি চন্দন মালাকার, ভাতগ্রাম ইউনিয়ন সভাপতি প্রমোদ সরকার, বনগ্রাম ইউনিয়ন আহবায়ক লিটন সরকার, খোদ্দকোমরপুর ইউনিয়ন সভাপতি সুমন সরকার প্রমুখ।
বক্তারা বলেন- নিজেদের দাবি দাওয়া আদায়, রাজনৈতিক কোন্দলের বেড়াজালে সংখ্যালঘুদের উপর বিভিন্ন প্রকার নির্যাতন বন্ধ করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হতে হলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ও তার সহযোগী সংগঠনকে শক্তিশালী করতে হবে। আর শক্তিশালী করতে হলে পুজা উদযাপন পরিষদ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ এবং ছাত্র ঐক্য পরিষদের কমিটিতে অন্তর্ভুক্ত হতে হবে।
বিডি গাইবান্ধা/